• উদ্যোক্তা খবর

টাঙ্গাইলে প্রয়োজন নিডস বিডি ও স্কিল মেকার এর কার্যক্রম উদ্বোধন

  • উদ্যোক্তা খবর
  • ০৫ নভেম্বর, ২০২২ ১৬:৫৯:০০

ছবিঃ সিএনআই

মোঃ রাশেদ খান মেনন, টাঙ্গাইল: দক্ষতার সাথে ক্যারিয়ার গড়ার প্রত্যয়ে টাঙ্গাইলে প্রয়োজন নিডস বিডি ও স্কিল মেকার এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইল জেলা শহরের মেইন রোডে প্রয়োজন Needs BD এর প্রধান কার্যালয়ে বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, ইউএসএ ভিক্তিক ৮ টি দেশ থেকে পরিচালিত Skillmaker (Amazon) এর franchisee হিসেবে টাঙ্গাইলে প্রয়োজন Needs BD এর কার্যক্রম শুরু করা হলো। স্কিল মেকার একটি অনলাইন লার্নিং প্লাটফর্ম। বর্তমানে ডিজিটাল ট্রান্সফরমেশনের যুগের চাহিদা মেটাতে স্কিন মেইকার বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আমাদের ট্রেনিংয়ের কোর্সগুলো তৈরি করা হয়েছে।

বিশেষ করে আমাদের অ্যামাজন ই-কমার্সের মতো কোর্স করে সবার জন্য ঘরে বসে আয় করার সুযোগ তৈরি করেছে। তারা আরো বলেন, স্কিল মেকার অনলাইন কোর্স ও সার্ভিস গ্রহণ করে আপনিও হয়ে উঠুন একজন দক্ষ ফ্রিল্যান্সার এবং আপনার ক্যারিয়ারকে গ্লোবাল স্কীলে রূপান্তর করুন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রয়োজন নিডস বিডি'র চেয়ারম্যান রাজন খান মাহবুব। অনুষ্ঠানে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন স্কিল মেকার  রিসোর্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান শাহজামান সিদ্দিক দিনার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কিল মেকার এর মারকেটিং কোর্ডিনেটর মির্জা রেজওয়ান বেগ, প্রয়োজন নিডস বিডির পরিচালক লুৎফর রহমান সুমন'সহ বিভিন্ন শ্রেণি-পেশার অন্যান্য সুধীজন। 

মন্তব্য ( ০)





  • company_logo