
ফাইল ছবি
আল মাসুদ,পঞ্চগড়: বোদা উপজলায় ডোবার পানিতে পড়ে হেসমা আক্তার নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত শিশু হেসমা একই এলাকার হাবিবুল্লার মেয়ে।মঙ্গলবার (১ নভেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের মানিকপীর ভক্তের বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু হেসমা তার যমজ বোন হান্না আক্তরের সাথে খেলা করছিল। খেলার ছলে বাড়ির পাশে থাকা একটি ডোবার পানিতে পড়ে যায় শিশুটি। পরিবারের সদস্যরা যমজ বোন হান্নাকে ডোবার পাশে একায় দেখতে পেয়ে কাছে গিয়ে হেসমাকে ডোবার পানিতে পড়ে থাকতে দেখে। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় ডোবার পানিতে পড়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সোহেল রানা, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ডুব...
সঞ্জু রায়, বগুড়া: বগুড়া জেলা প্রশাসক ও আসন্ন উপনির্বাচনের...
সঞ্জু রায়, বগুড়া: প্রয়াত ওস্তাদ এস.এম বাবর আলী স্মরণে বগু...
কাফি খান,ময়মনসিংহঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলি...
মন্তব্য ( ০)