• প্রশাসন
  • লিড নিউজ

পঞ্চগড়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • প্রশাসন
  • লিড নিউজ
  • ৩০ অক্টোবর, ২০২২ ০০:২২:৩৩

ছবিঃ সিএনআই

আল মাসুদ,পঞ্চগড়: কমিউনিটি পুলিশের মূলমন্ত্র,শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। 

শনিবার(২৯ অক্টোবর) পুলিশ লাইন্সের মূল ফটকের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার, এস, এম, সিরাজুল হুদা পিপিএম।এবং সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস এম সিরাজুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,(অব:)কলেজ শিক্ষক হাসনুর রশিদ বাবু, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ।

এ ছাড়াও পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী,কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ সিপিও হিসেবে দেবীগঞ্জ থানার এসআই এস. এম. হাফিজ হায়দার এবং সিপিএম হিসেবে মোঃ জুলফিকার আলী কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদ পত্র এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo