
ছবিঃ সিএনআই
মোঃ হাসান, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ঐতিহ্যবাহী উলিপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ অক্টোবর) দুপুরে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পুলিশ সুপার পরিক্ষার্থীদের উদ্যেশে বলেন- উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল জীবনের একটি টার্নিং পয়েন্ট। শিক্ষার্থীদের পড়া লেখার বিকল্প নাই, প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে মনযোগ দিয়ে পড়তে হবে। যে সকল ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল জিপিএ অর্জন করতে পারে তারাই তুলনামূলক ভাল বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। পরীক্ষা সময়ে ভবিষ্যতের কথা চিন্তা করে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রত্যেকে সচেষ্ট হওয়ার আহবান জানান তিনি।
পুলিশ সুপার আরো বলেন, সবাইকে বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান খোকন'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, উলিপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, পুলিশ পরিদর্শক রুহুল আমীন প্রমুখ।
মোঃ হাসান,কুড়িগ্রামঃ কুড়িগ্রামে ১৫ কেজি গাঁজা ও দুইট...
নিউজ ডেস্কঃ “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন"...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনীর মাহালছড়ি জোনের উদ্যোগে ...
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ার শিবগঞ্জে চেকপোস্ট বসিয়ে ৮ কেজি গ...
মন্তব্য ( ০)