• জাতীয়

চট্টগ্রামে এবার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ১৩ দিনেই আক্রান্ত ৫১৭

  • জাতীয়
  • ১৩ অক্টোবর, ২০২২ ১৭:০৩:১১

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মহানগরসহ চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় ৬১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক হাজার ৩৩২ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে ৯৫৭ জন মহানগরের এবং ৩৭৫ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার। এদের মধ্যে মারা গেছেন ১১ জন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্তদের বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে ৩০ জন রোগী সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, সেপ্টেম্বরের শুরু থেকে বাড়তে থাকা ডেঙ্গুর প্রকোপ যেন কমছেই না। বরং দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে সদ্য শেষ হওয়া সেপ্টেম্বরে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্তের তথ্য মিলেছে চট্টগ্রামে। চলতি বছরের আগের ৮ মাসে (জানুয়ারি থেকে আগস্ট) মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট ২১৮ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়। অথচ শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই আক্রান্ত রোগীর সংখ্যা ৬০১ জন। এ হিসাবে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা আগের ৮ মাসের তিনগুণ।

এদিকে, অক্টোবরেও গত মাসের ধারবাহিকতা বজায় আছে। এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ ঊর্ধ্বমুখী। প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ডেঙ্গুরোগী শনাক্ত হচ্ছে। চলতি অক্টোবরের প্রথম ১৩ দিনেই আক্রান্ত হয়েছে ৫১৭ জন। সব মিলিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৩২ জনে। আক্রান্তদের মধ্যে ৬১৫ জন পুরুষ, ৩৬৫ জন নারী এবং ৩৫২ শিশু রয়েছে। উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডে সর্বোচ্চ সংখ্যক ১০০ জন ডেঙ্গু আক্রান্তের তথ্য পাওয়া গেছে।

মন্তব্য ( ০)





  • company_logo