• বিশেষ প্রতিবেদন
  • লিড নিউজ

দিনাজপুরের পূজা মন্ডপগুলোয় সিদুর উৎসবের আনন্দ

  • বিশেষ প্রতিবেদন
  • লিড নিউজ
  • ০৫ অক্টোবর, ২০২২ ১৩:২৬:২৫

ছবিঃ সিএনআই

সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুর: দুর্গাপূজার শেষ দিনে বিজয়া দশমিতে প্রতিমা বিসর্জনের আগে দিনাজপুরের পূজা মন্ডপগুলোয় সিদুর উৎসবে মেতে সনাতন ধর্মাবলম্বী রমনীরা। ঢাকের বাদ্যের তালে পরষ্পরকে সিদুর পরিয়ে মঙ্গল  শান্তি সমৃদ্ধি কামনা করেন তারা। 

বাদ্য বাজনার তালে মন্ডপ থেকে দেবী দুর্গাকে বিদায়ের আগে সকালে মন্ডপে মন্ডপে দেবীর চরনের রং নিজেদের শরিরে রাঙ্গিয়ে সিদুর খেলায় মেতে উঠেন বিবাহিত রমানীরা। পরষ্পরকে   সিদুর পরিয়ে প্রসাদ বিতরন করে আনন্দ উল্লাস প্রকাশ করেন তারা। 

মন্তব্য ( ০)





  • company_logo