• রাজনীতি

আ. লীগ দিনে ভোট করতে ভয় পায় : রিজভী

  • রাজনীতি
  • ৩০ সেপ্টেম্বর, ২০২২ ১৬:২৬:৪০

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকার দিনে ভোট করতে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “সুষ্ঠু নির্বাচন হলে কী হবে তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানেন। গণতন্ত্র ফিরে এলে তাদের দুঃশাসন টিকবে না। এ জন্য তারা বিএনপিকে নিয়ে নানা উল্টাপাল্টা কথা বলছেন।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, “এ স্বর্গ থেকে বিদায় হতে চান না বলেই আজ ওবায়দুল কাদের বলছেন, বিএনপির মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামাতে হবে। আবার আইনমন্ত্রী বলেছেন, বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের বাড়ি থেকে সরে আসতে হবে। আসলে আইনমন্ত্রী তো কোনো দিনই তার এলাকায় ভোটে জিতবেন না। বিনা ভোটেই নির্বাচিত হতে হবে। এ কারণেই তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান না।”

মন্তব্য ( ০)





  • company_logo