• শিক্ষা
  • লিড নিউজ

বশেমুরবিপ্রবির লোক প্রশাসন বিভাগের নতুন  চেয়ারম্যান নাসির উদ্দিন 

  • শিক্ষা
  • লিড নিউজ
  • ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১৭:১৪:৫৭

ছবিঃ সংগৃহীত

মেজবা,বশেমুরবিপ্রবিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লোক প্রশাসন  বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন।বুধবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশ সূত্রে বলা হয়,  বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন  বিভাগের সহকারী অধ্যাপক প্রণীতা দত্ত চাকরি থেকে ইস্তফা  দেওয়ায় তদস্থলে একই বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিনকে  বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫(৩) ধারা মোতাবেক আগামী৩ বছরের জন্য লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময় বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। এ আদেশ আগামী ২৯-০৯-২০২২ তারিখ থেকে কার্যকর হবেন।

এ বিষয়ে সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, আমাকে লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সব শিক্ষক ও শিক্ষার্থীদের  নিয়ে একত্রে বিভাগের উন্নয়নসহ যাবতীয় কাজ করার চেষ্টা  করবো।

মন্তব্য ( ০)





  • company_logo