• জাতীয়
  • লিড নিউজ

পঞ্চগড়ে নৌকা ডুবি, নিহতের সংখ্যা বেড়ে ৬৮ 

  • জাতীয়
  • লিড নিউজ
  • ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৯:১৬

ছবিঃ সিএনআই

আল মাসুদ, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনার তিন দিন পার হয়ে গেলেও কাটেনি মৃত্যুর রেশ। এ পর্যন্ত চলন্ত অভিযানে ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অভিযানে উদ্ধার হওয়া মৃত দেহের মধ্যে নারী ৩০ জন, পুরুষ ১৭ জন ও শিশু ২১ জন রয়েছে। এদিকে একই ঘটনায় এখন পর্যন্ত আরও চারজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, ময়দানদিঘী খালপাড়া এলাকার বিরেন চন্দ্রের ছেলে হিমালয় (৩৫), হাতিডুবা ছত্র শিকারপুর এলাকার মদনের ছেলে ভুপেন ওরফে পানিয়া (৪০), ডাঙ্গাপাড়া সাকোয়া এলাকার খগেন্দ্র নাথ বর্মনের ছেলে সুরেন (৬৫) ও ঘাটিয়ার পাড় এলাকার ধীরেন্দ্র নাথের ছেলে শ্রী মতি জয়া রানী (৪)।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দ্বীপংকর রায় বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে মহালয়া পূজা উপলক্ষে করতোয়া নদী উপর দিয়ে নৌকায় চড়ে পার হচ্ছিল সনাতন ধর্মের মানুষ।নৌকাটি নদীর মাঝ খানে গেলে মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় এতে করে এ দুর্ঘটনাটি ঘটে।

মন্তব্য ( ০)





  • company_logo