
ছবিঃ সংগৃহীত
সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুরঃ পঞ্চগড়ে নৌকা ডুবির ঘটনায় নিহতের মধ্যে ভেসে আসা ২ শিশু এবং ৬জন নারীনহ ৮জনের লাশ উদ্ধার হয়েছে দিনাজপুরের খানসামা এবং বীরগঞ্জ উপজেলা এলাকার ভিন্ন নদীতে। আজ সোমবার সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত ৬জনের লাশ খুজে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানা পুলিশসহ স্হানীয়রা। বিকাল ৪টার মধ্যে উদ্ধার হয়েছে আরো ২ নারীর লাশ। এনিয়ে ৪ টা পর্যন্ত ৮ লাশ মিলেছে দিনাজপুরের ওই দুই এলাকায়। আরো লাশ ফেসে আসতে পারে ধারনা করছেন সংশ্লিষ্টরা।
খানসামা থানার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় জানান, সকাল থেকে দুপুর বিকাল ৪ টা পর্যন্ত আত্রাই নদীতে ১ শিশু এবং ৫ জন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪ টি লাশ স্বজনদের কাছে তুলে দিয়েছেন তারা। পাশাপাশি আরো লাশ ভেসে আসতে পারে বলে আশংকা করছেন তারা।
এদিকে বীরগঞ্জ থানার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, আত্রাই এবং সংযোগ ঢেপা নদীর অংশে ১ শিশু এবং ২জন জন নারীসহ ৩ টি লাশ উদ্ধার করা হয়েছে বীরগঞ্জ এলাকায়।
দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, উদ্ধার করা লাশগুলো পঞ্চগড়ের বোদা এলাকায় নৌকা ডুবির ঘটনায় নিহতদের বলে সনাক্ত করে সৎকারের জন্য নিয়ে গেছে স্বজনরা। সনাক্তির পর আইনি প্রক্রিয়ায় স্বজনদের কাছে লাশ তুলে দিয়েছেন তারা।
লালমনিরহাট প্রতিনিধি: বর ছিলেন কারাগারে। বাইরে থেকে ডেকে ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহে ভোটার সচেতনতা ও নাগরি...
নীলফামারী প্রতিনিধিঃ নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্র...
নারাণয়গঞ্জ প্রতিনিধিঃ দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্...
মন্তব্য ( ০)