• কূটনৈতিক সংবাদ
  • লিড নিউজ

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ

  • কূটনৈতিক সংবাদ
  • লিড নিউজ
  • ০৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০১:১৪

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে রাষ্ট্রপতি ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভারতের রাষ্ট্রপতি কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দ্রৌপদি মুর্মু বলেন, “ইতিহাস, ভাষা এবং সংস্কৃতিতে আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত।”

নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “ভারত ও বাংলাদেশ যেভাবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে তা সত্যিই অনন্য।”

উন্নয়ন সহযোগী হিসেবে ভারত সবসময়ই বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি।

মন্তব্য ( ০)





  • company_logo