• কূটনৈতিক সংবাদ
  • লিড নিউজ

কাবুলে রুশ দূতাবাসের সামনে সোমবার আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

  • কূটনৈতিক সংবাদ
  • লিড নিউজ
  • ০৬ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৪১:১৩

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের সামনে সোমবার আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস। এ হামলায় দুইজন দূতাবাস কর্মীসহ ২৫ জন নিহত হয়েছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস (খোরাশান) এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

রুশ দূতাবাসের প্রবেশ পথের মুখে সোমবার ওই হামলা হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী আইএসে (খোরাশান) এ হামলা চালিয়েছে। খবর ভয়েজ অব আমেরিকার। গত বছরের আগস্ট মাসে বিদেশি সেনাদের কাছ থেকে তালেবান আফগানিস্তানের দায়িত্বভার গ্রহণের পর এ প্রথম কোনো বিদেশি কূটনৈতিক স্থাপনায় সন্ত্রাসী হামলা হলো।

হামলার ব্যাপারে প্রাথমিক তদন্ত শেষে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, দূতাবাসের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং একজন নিরাপত্তারক্ষী নিহত হয়। 

মন্তব্য ( ০)





  • company_logo