• আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

  • আন্তর্জাতিক
  • ২১ আগস্ট, ২০২২ ১৭:১৯:২৪

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সরকারি বাসভবনে থেকেই এই ভাইরাসের চিকিৎসা নিচ্ছেন। রোববার জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ফুমিওর করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করেছে।

সপ্তাহব্যাপী ছুটি শেষে মাত্রই ফিরেছেন ফুমিও কিশিদো। আগামী সোমবার থেকে পুনরায় তার সরকারি কাজে ফেরার কথা ছিল।

দেশটির মন্ত্রিসভার মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদোর শনিবার সর্দি ও জ্বর দেখা দিয়েছে। রোববার সকালের দিকে পিসিআর পরীক্ষায় তার করোনা পজিটিভ ফল নিশ্চিত করা হয়েছে।

জাপানে নতুন করে করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড তৈরি হয়েছে। মহামারিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির ব্যবসায়িক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই ভাইরাসে দেশটিতে মৃত্যু তুলনামূলক কম রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo