• আন্তর্জাতিক
  • লিড নিউজ

নৌবহরে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২০ আগস্ট, ২০২২ ১৯:৪৭:৪৯

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া অঞ্চলে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বিবিসি জানায়, যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, তার মধ্যে ক্রিমিয়ার সেবাস্তোপলের কাছে কৃষ্ণসাগরে অবস্থিত রাশিয়ার নৌবহরটিও রয়েছে।

তবে ক্রিমিয়ার রুশপন্থী গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানান, এসব হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে নৌ সদর দপ্তরের ওপর একটি ইউক্রেনীয় ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অনলাইনে তিনি বিধ্বস্ত ড্রোনের একটি ছবি পোস্ট করেছেন। এ হামলায় কেউ আহত হয়নি।

সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, “নৌবহরের সদর দপ্তরের হামলার চেষ্টা করা হয়েছিল। বিধ্বস্ত ড্রোনটি ছাদে পড়ে আগুন ধরে যায়। তারা হামলা পরিচালনা করতে ব্যর্থ হয়েছে।”

শনিবার ক্রিমিয়ায় আরও কয়েকটি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। যার মধ্যে একটি বিমানঘাঁটিতেও রয়েছে।

ক্রিমিয়ার আঞ্চলিক প্রধান সের্গেই আকসিওনভ নিশ্চিত করেন, হামলার সময় ইয়েভপাটোরিয়ায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু ছিল। ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এছাড়া খেরসন শহরের কাছে নোভা কাখোভকাতে হাইড্রো-ইলেকট্রিক বাঁধে আক্রমণকারী ছয়টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছেন রুশ সেনারা।

মন্তব্য ( ০)





  • company_logo