• জাতীয়
  • লিড নিউজ

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

  • জাতীয়
  • লিড নিউজ
  • ২০ আগস্ট, ২০২২ ১২:৩৪:০৪

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গের স্থলভাগ অতিক্রম করেছে। এর ফলে বাংলাদেশের চার বিভাগের অনেক জায়গায় এবং অন্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে শনিবার (২০ আগস্ট) আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, নিম্নচাপটি আপাতত ঝাড়খণ্ডে আছে। এর ফলে বাংলাদেশে বায়ুচাপের পার্থক্যটা অনেক বেশি রয়েছে। এজন্য দেশের সমুদ্রবন্দরগুলোতে শনিবারও ৩ নম্বর সতর্ক সংকেত রেখেছি। রোববারের মধ্যে নিম্নচাপের এই অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। তখন বৃষ্টি কমে যাবে। তবে দুদিন পর আবারও বৃষ্টি বাড়বে বলে জানান এ আবহাওয়াবিদ।

এই আবহাওয়াবিদ জানান, নিম্নচাপের ফলে আজও সারা দেশে বৃষ্টি হতে পারে। তবে খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় ভারি বর্ষণ হতে পারে। এছাড়া অন্যান্য বিভাগগুলোর কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা যা আছে, তাই থাকবে

মন্তব্য ( ০)





  • company_logo