• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

লালমনিরহাটে সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ১

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ১৫ আগস্ট, ২০২২ ০০:১২:৫৭

ছবিঃ সিএনআই

মোস্তাফিজুর রহমান মোস্তাফা, লালমনিরহাটঃ পেশাগত দায়িত্ব পালনের সময় লালমনিরহাটের যমুনা টেলিভিশন, প্রথম আলোর প্রতিনিধি সহ চার সাংবাদিক উপর হামলা চালিয়ে ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ মূল হোতা সাহেব আলী মন্ডলকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। 

গত ৭ আগষ্ট রাতে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজিজার মন্ডলের ছেলে সুলতান মন্ডল ওই এলাকার বদরুলের স্ত্রী দুই সন্তানের জননী লাভলী বেগমকে তুলে এনে বিয়ে করে।এদিকে এঘটনায় গত ৯ আগষট সুলতান মন্ডলের প্রথম স্ত্রী রোজিনা বেগম বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। সংঘটির এসব ঘটনার খবর সংগ্রহ করতে গত ১২ আগষ্ট যমুনা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি  আনিছুর রহমান লাডলা,ক্যামেরম্যান আহসান হাবিব,প্রথম আলোর আন্দুর রব সুজন ও এখন টিভির মাহফুজুল আলম দেউতি এলাকায় যায়।তারা বিকেলে লালমনিরহাটে ফিরতে থাকলে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির ছেলে সাহেব আলী মন্ডল সহ বেশ কয়েকজন সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে ক্যামেরা ছিনিয়ে।আনিছুর রহমান গুরুতর আহত হওয়ায় তাকে ভর্তি করা হয় লালমনিরহাট সদর হাসপাতালে। পরে  এঘটনায় চার জনের নাম উল্লেখ সহ ২১ জনকে আসামী করে ওই রাতেই একটি মামলা করে আনিছুর রহমান লাডলা।

এ মামলার মুল হোতা সাহেব আলী মন্ডলকে সদর থানা পুলিশ ১৪ আগষ্ট  বিকেলে কুরিগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে গ্রেফতার করে।

লালমবিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদ আলম জানায় অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo