• আন্তর্জাতিক
  • লিড নিউজ

বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ হারিয়ে চটেছেন জেলেনস্কি

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ১৪ আগস্ট, ২০২২ ১৬:২১:১০

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের বৃহত্তম জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দখল হারিয়ে রাশিয়ার ওপর ক্ষুব্ধ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পারমাণবিক কেন্দ্র ব্যবহার করে রাশিয়া প্রতারণা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।

গত মার্চ মাসেই জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রটি দখলে নেয় রাশিয়া। রুশ সেনারা এটিকে সামরিক ঘাঁটিতে পরিণত করেছে বলে দাবি করছে ইউক্রেন। তাদের অভিযোগ, সেখান থেকে কাছাকাছি অবস্থিত শহরগুলোতে হামলা করছে রুশরা।

তবে সাম্প্রতিক দিনগুলোতে গোলাগুলির জন্য উভয় দেশই এক অপরকে দোষারোপ করছে। যার ফলে পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা জানিয়েছে জাতিসংঘ। আর জেলেনস্কি বলছেন, বিদ্যুৎকেন্দ্রে বা এর চারপাশে রুশ সৈন্যরা হামলা চালালে তাদের লক্ষ্য করে গুলি করা হবে।

ছয় পারমাণবিক চুল্লিবিশিষ্ট জাপোরিঝিয়া কেন্দ্রটি দক্ষিণ ইউক্রেনের ডিনিপার নদীর পূর্ব তীরে এনেরহোদার শহরে অবস্থিত। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করার কয়েক দিনের মধ্যেই এটি দখল করে রাশিয়া। যদিও ইউক্রেনের কর্মীদের দিয়েই এটি পরিচালনার করছে মস্কো।

যদিও জাতিসংঘ সতর্ক করেছে, বিদ্যুৎকেন্দ্রের চারপাশে যুদ্ধ হলে তা ইউরোপকে প্রভাবিত করবে এবং সবাইকে পারমাণবিক বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে রাশিয়া জোর দাবি জানিয়েছে যে তারা কোনো অন্যায় কাজ করবে না। যুদ্ধের কারণে যাতে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে না পারে তা নিশ্চিত করতেই রুশরা এর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

মন্তব্য ( ০)





  • company_logo