• রাজনীতি
  • লিড নিউজ

দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি শুরু হয়েছে : রিজভী

  • রাজনীতি
  • লিড নিউজ
  • ১৪ আগস্ট, ২০২২ ১৫:৪৬:৩৬

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য বলেন।

রিজভী বলেন, “ দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি শুরু হয়েছে। বর্তমান অর্থনৈতিক সংকট এমন ঘনীভূত হয়েছে যে, নিরুপায় হয়ে ছিনতাই করতে নেমে পড়েছে কেউ কেউ। ডিমের ট্রাকও ছিনতাই হচ্ছে। ভর্তা আর কাঁচা মরিচ দিয়ে ভাত খাওয়ার সামর্থ্যও হারাচ্ছে মানুষ।”

বেঁচে থাকার জন্য মানুষ খাওয়া কমিয়ে দিয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “নিদারুণ কষ্টে মানুষ জীবনযাপন করছে। দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। প্রতিদিন চারদিকে অশনি সংকেত আর ঘনঘোর অন্ধকার নেমে আসছে। সর্বত্রই অস্বস্তি-অস্থিরতা।”

রিজভী বলেন, “গত ১৩ বছরে বেপরোয়া দুর্নীতিযজ্ঞের কারণে দেশ এখন দেউলিয়া ঘোষণার অপেক্ষায়। কিছুদিন আগেও আওয়ামী লীগের মন্ত্রীরা দেশকে সিঙ্গাপুর-অস্ট্রেলিয়া-কানাডার সঙ্গে তুলনা করে গলাবাজি করতো। দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে এখন তারা ফুটো বেলুনের মতো চুপসে গেছে।”

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, “ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে নিজের সন্তান বিক্রি করে দিচ্ছে মানুষ। খাগড়াছড়িতে একমাত্র সন্তানকে মাত্র ১২ হাজার টাকায় বিক্রি করতে বাজারে তুলেছেন এক মা। পৃথিবীতে মনে হয় এর চেয়ে সস্তা আর কিছুই হতে পারে না।”

মন্তব্য ( ০)





  • company_logo