• আন্তর্জাতিক

পারিবারিক বিরোধের জেরে ১১ জনকে গুলি করে হত্যা

  • আন্তর্জাতিক
  • ১৪ আগস্ট, ২০২২ ০০:০৩:৪৩

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের দেশ মন্টিনিগ্রোর সেতিনজে শহরে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তির গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন।

কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন। এছাড়া পথচারীদের লক্ষ্য করেও গুলি করেন ওই বন্দুকধারী।

সরকারপক্ষের আইনজীবী আন্দ্রিজানা নাস্টিক সাংবাদিকদের বলেন, এক মা ও তার দুই সন্তান বন্দুকধারীর বাড়িতে ভাড়া থাকতেন। পারিবারিক বিরোধের জেরে তাদের সবাইকে হত্যা করা হয়। পরে ৩৪ বছর বয়সী হামলাকারী অপর এক বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হন।

কর্মকর্তারা আরও বলেন, বন্দুকধারী শিকারের বন্দুক দিয়ে নিজ বাড়ির বাসিন্দাদের গুলি করার পর বাইরে গিয়ে আরও সাত স্থানীয় বাসিন্দাকে গুলি করে হত্যা করেন। 

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নাস্তিক বলেন, “সন্দেহভাজন এই হামলাকারী কেন এমন জঘন্য কাজ করতে প্ররোচিত হয়েছেন তা আপাতত পরিষ্কার নয়। গোলাগুলিতে সে নিজেও প্রাণ হারিয়েছে।”

মন্তব্য ( ০)





  • company_logo