
ছবিঃ সিএনআই
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ার সোনাতলায় স্ত্রীকে হত্যার দায়ে মামলার প্রায় সাড়ে ৯ বছর পর বিচারিক কার্যক্রম শেষে স্বামী সোবহান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সমিতির টাকা চেয়ে না পাওয়ার জেরে স্ত্রীকে হত্যা করেছিলেন দণ্ডপ্রাপ্ত সোবহান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় প্রদান দেন।
রায় ঘোষণার সময় আসামী সোবহান আলী আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সোবহান আলী সোনাতলার সোনাকানিয়া গ্রামের বাসিন্দা আর নিহত স্ত্রীর নাম সুলতানা রুমা।
জানা যায়, ২০১২ সালের ১৮ নভেম্বর রাতে রুমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার গলা কেটে মরদেহ ফেলে রাখেন স্বামী সোবহান আলী। ওই ঘটনায় পরের দিন রুমার মা রোকেয়া বেগম বাদী হয়ে সোনাতলা থানায় মামলা করেন। সে মামলাতেই বৃহস্পতিবার রায় হয়।
এসব তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব।
মামলার বরাতে আইনজীবী জানান, রুমার সঙ্গে সোবহানের প্রায় ১৫ বছরের সংসার ছিল। দাম্পত্য জীবনের প্রায় সাত বছরের মাথায় একটি সন্তান হয় তাদের। কিন্তু একদিন পর সেই শিশু মারা যায়। এ ঘটনার পর থেকে সোবহান প্রায় তার স্ত্রী রুমাকে মারধর করতেন। পাশাপাশি রুমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার কথা বলতেন সোবহান। এরই এক পর্যায়ে ২০১২ সালের ১৮ নভেম্বর রাতের কোনো এক সময় রুমার কাছে সমিতিতে দেয়ার জন্য টাকা দাবি করেন সোবহান। টাকা দিতে অস্বীকার করলে রুমাকে শ্বাসরোধ করে মেরে ফেলে সোবহান। পরে সকালে ধারালো অস্ত্র দিয়ে রুমার গলা কেটে মরদেহ বাড়ির সামনে উঠানে ফেলে রাখেন স্বামী। এপিপি পদ্ম আরও জানান, খবর পেয়ে রুমার পরিবার এলে দেখে স্বামী বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। পরে থানায় গিয়ে হত্যা মামলা দেয় রুমার মা রোকেয়া বেগম। পরবর্তীতে এ ঘটনায় সোবহান গ্রেপ্তার হলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
তিনি জানান, এ ঘটনায় দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন আসামী সোবহানকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এ ছাড়া আসামীকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেন বিচারক।
লালমনিরহাট প্রতিনিধি: বর ছিলেন কারাগারে। বাইরে থেকে ডেকে ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহে ভোটার সচেতনতা ও নাগরি...
নীলফামারী প্রতিনিধিঃ নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্র...
নারাণয়গঞ্জ প্রতিনিধিঃ দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্...
মন্তব্য ( ০)