
ছবিঃ সিএনআই
শাহজাহান বিশ্বাস,মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড়বোয়ালী কবরস্থান ও উথলী ইউনিয়নের দক্ষিণ কাতরাসিন কবরস্থানের গত রাতে ১২ টি কবর থেকে কংকাল চুরি হয়েছে।
বুধবার দিবাগত রাতের যে কোনো সময় ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে । ঢাকা-আরিচা মহাসড়কের পার্শ্বে পাটুরিয়া সংযোগ মোর ও সদর উদ্দিন কলেজের সাথে এ দুটি কবরস্থান।
এলাকাবাসী সুত্রে জানা গেছে , উপজেলার বড়বোয়ালী কবরস্থান ও দক্ষিণ কাতরাসিন কবরস্থান থেকে রাতের যে কোনো সময় মোট ১২ টি কবর খোঁড়া হয় এবং কংকাল চুরি করে নেয়া হয়। ধারণা করা হচ্ছে একটা সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটাতে পারে।
এ বিষয়ে শিবালয় থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহিন ঘটনার সত্যতা শিকার করে বলেন, আমরা ঘটনা শোনা মাত্র কবরস্থানে পুলিশ পাঠিয়েছি। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি।
লালমনিরহাট প্রতিনিধি: বর ছিলেন কারাগারে। বাইরে থেকে ডেকে ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহে ভোটার সচেতনতা ও নাগরি...
নীলফামারী প্রতিনিধিঃ নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্র...
নারাণয়গঞ্জ প্রতিনিধিঃ দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্...
মন্তব্য ( ০)