• অপরাধ ও দুর্নীতি

পাবনায় নকল প্রসাধনী তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৯ আগস্ট, ২০২২ ১৯:৫৩:৪৫

ছবিঃ সিএনআই

তোফাজ্জল হোসেন বাবু,পাবনা: পাবনার সাঁথিয়া পৌরসভাধীন শশদিয়া গ্রামে মঙ্গলবার সকালের দিকে অভিযান চালিয়ে নকল প্রসাধনী তৈরী ও বিক্রয় করার অপরাধে কারখানার মালিক মৃত ইব্রাহিম হোসেনের ছেলে কাবিল হোসেনকে ছয় মাসের কারাদণ্ড প্রদান ও তার স্ত্রী ডলি খাতুনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান। 

এ সময় কারখানা থেকে বিপুল পরিমান দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী কোম্পানীর লেবেল ও লগো উদ্ধার করা হয়। পরে কারখানায় রক্ষিত নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরীর জব্দকৃত মালামাল ধবংস করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্য। জানা যায় তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রমের সাথে জড়িত।

 

 

মন্তব্য ( ০)





  • company_logo