• সমগ্র বাংলা
  • লিড নিউজ

উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে নাগরিক প্রশিক্ষণ 

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৮ আগস্ট, ২০২২ ১১:৫৯:১২

ছবিঃ সিএনআই

রমজান আলী, সাতকানিয়া(চট্টগ্রাম): "পিস" প্রকল্পের উদ্যোগে উগ্রাবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে নাগরিক প্রশিক্ষণ আয়োজন করেন, দি এশিয়া ফাউন্ডেশন (৮আগস্ট) সোমবার সাতকানিয়া উপজেলার থ্রি-ষ্টার হল এন্ড কমিউনিটি সেন্টারে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কমিউনিটি পুলিশিং ফোরামের সাতকানিয়া উপজেলার ঢেমশা, খাগরিয়া, বাজালিয়া, ধর্মপুর ইউনিয়নের কমিটির ২৪ জন সিপিএফ সদস্য উপস্থিত ছিলেন, এবং সদস্যদের কে কমিউনিটি পুলিশিং ফোরাম এবং উগ্রবাদ ও সহিংস উগ্রবাদের সম্পর্কে প্রশিক্ষণ দেন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেল মোঃ শিবলী নোমান 

দি এশিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, শবনম মোস্তারী ট্রেনিং এন্ড ইমপ্লিমেন্টশন অফিসার, মোঃ নাসির উদ্দিন প্রোগ্রাম অফিসার এবং আল-আমিন উপজেলা কো-অর্ডিনেটর।

ওই সময় বক্তারা বলেন, এলাকায় সামাজিক অপরাধ ও বিশৃঙ্খলা রোধে গড়ে তোলা কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বেশ কাজে করে যাচ্ছে। বিভিন্ন সমস্যা ও অপরাধ ঠেকাতে পুলিশের সাথে কাজ করার সুযোগ থাকায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় ও বিশেষ ভূমিকা রাখবে কমিউনিটি পুলিশিং কার্যক্রম। জনগণ এবং পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় এই পুলিশিং ব্যবস্থা 

মাদক কারবারি কিংবা জঙ্গীদের অপতৎরতাসহ নানামুখী অপরাধের দিকেও লক্ষ্য রেখে সেসব তথ্য থানাকে অবহিত করতে হবে। এ ছাড়া কমিউনিটি পুলিশিং ব্যবস্থাও এর মাধ্যমে শক্তিশালী করা সম্ভব হবে।

মন্তব্য ( ১)





image
  • company_logo