• আন্তর্জাতিক

চীন সীমান্তের কাছে ভারতের সঙ্গে মহড়া করবে যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক
  • ০৭ আগস্ট, ২০২২ ২২:২৫:১২

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ এশিয়ার পরাশক্তি চীনের সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের মধ্যে ভারতের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

সিএনএন জানায়, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আউলিতে অক্টোবরের মাঝামাঝি এই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। ভারতীয় সেনা কর্মকর্তাদের মতে, এতে সেনাদের যুদ্ধের প্রশিক্ষণের উপরই বিশেষ নজর দেওয়া হবে।

২০২০ সালের জুন মাসে অরুণাচলে দুপক্ষের সৈন্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সৈন্য এবং চার চীনা সৈন্য নিহত হওয়ার পর থেকে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক উত্তপ্ত রয়েছে।

চীন-ভারতের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত আউলি। তাই সেখানে ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ এই সীমান্ত এ ধরণের সামরিক মহড়া উত্তেজনা আরও বাড়াতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

ভারত ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ মহড়ার ১৮তম সংস্করণের অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হবে।

এ বছর ভারত সফরের সময় মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডিং জেনারেল চার্লস ফ্লিন সীমান্তের কাছে চীনের সামরিক উপস্থিতিকে ‘আশঙ্কাজনক’ বলে উল্লেখ করেন। সেসময় এই যৌথ মহড়া সম্পর্কে আশাবাদ জানান তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo