• সমগ্র বাংলা

পাবনার আমিনপুর থানায় শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘর উদ্বোধন

  • সমগ্র বাংলা
  • ০৭ আগস্ট, ২০২২ ২০:৪৯:৩৬

ছবিঃ সিএনআই

তোফাজ্জল হোসেন,পাবনাঃ পাবনার সুজানগরের আমিনপুর থানায় আত্মহত্যা, দুর্ঘটনায় নিহত বা হত্যা মামলার লাশ সমূহ ময়নাতদন্তে প্রেরনের পূর্বে লাশের যথাযথ মর্যাদা বিধান ও নিরাপদে সংরক্ষনের জন্য নবনির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত লাশ সংরক্ষন ঘরের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) বিকেলে থানা চত্বরে এ ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

এ সময় আওামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু, সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রওশন আলী, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, জাতসাকিনি ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মানিক, রুপপুর ইউনিয়ন চেয়ারম্যান মাজহারুল ইসলাম মোহন, মাসুন্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান শহিদুর রহমান, রাণীনগর ইউনিয়নচেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, আহম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান কামাল হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

মন্তব্য ( ০)





  • company_logo