
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটের তিন ফরম্যাট নিয়ে বেশ কিছুদিন ধরে নেতিবাচক মন্তব্য ছুড়ছেন সাবেক তারকারা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম তো, ওয়ানডে ক্রিকেট বাদ দেওয়ার পরামর্শই দিয়ে বসলেন।
এবার ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কার কথা জানালেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি। ইংলিশ অলরাউন্ডারের মতে, টি-টোয়েটি ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তায় কিছুদিনের মধ্যেই ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে।
সংবাদমাধ্যমে মঈন আলি বলেছেন, ‘তরুণ বয়সে আমি ইংল্যান্ডের হয়ে খেলার সময় কোনো বিশ্রাম মেনে নিতে পারতাম না। কিন্তু এখন এটি যুক্তিযুক্ত ব্যাপার নয়। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চাইলে কিছু টেস্ট বা ওয়ানডে ম্যাচ মিস করতেই হবে।’
তিনি আরও বলেন, ‘আমার মতে, কিছু একটা করতে হবে। আমি ভয় পাচ্ছি কয়েক বছরের মধ্যে ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে। কারণ এটি লম্বা ও একঘেয়ে একটি ফরম্যাট। আপনার এখন টি-টোয়েন্টি আছে, দারুণ জমজমাট সব টেস্ট ম্যাচ আছে। সেখানে ওয়ানডে পড়ে আছে মাঝামাঝিতে। এই মুহূর্তে ওয়ানডেকে কোনো গুরুত্বই দেওয়া হয় না।’
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে আকাশপথে ব্যাপক হামলা চালিয়েছে...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জাল টাকা দিয়ে ম...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বরাবরের মতো এবারও সাশ্রয়ী দামে দুর্দ...
নীলফামারী প্রতিনিধি: হিমাগারে কয়েক দফা সিন্ডেকেটের কারণে ...
মন্তব্য ( ০)