
ছবিঃ সিএনআই
সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় একটি গার্মেন্টসে কাগজের কার্টুনের গোডাউনসহ বাসা-বাড়িতে অগ্নী কাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
শনিবার বিকেল সাড়ে ছয়টায় আশুলিয়া ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান কাউসার আলী আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।
এরআগে শনিবার বিকেল ৩:৩০ মিনিটের দিকে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর আশপাশের বাসা বাড়িতে আগুন ছড়িয়ে পরতে থাকে। আশুলিয়া ফায়ার সার্ভিস খবর পেয়ে চার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে গ্রীন লাইন লিমিটেড কারখানার ভেতর থেকে ধোয়ার কুন্ডলি দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রাথমিকভাবে কারখানার কর্মীরাসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেলেও ততক্ষণে আগুন আশেপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান কাওসার আলী বলেন, বিকেল ৪টার দিকে মেসেজ পেয়েছি। টংগাবাড়ি গ্রীনলাইন কারখানার কার্টুনের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। এবং প্রায় দুই থেকে আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম এসে রিপোর্ট করলে পুরোপুরি তথ্য জানানো যাবে।
এবিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিনোদন ডেস্কঃ সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলে...
নিউজ ডেস্কঃ সংকটের বিস্তীর্ণ কাঁটাবন পেরিয়ে প্রধানমন্ত্রী...
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাহায্য করতে ১৫...
সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুরঃ দিনাজপুরের বিরামপুরের পলাশব...
মন্তব্য ( ০)