• আন্তর্জাতিক
  • লিড নিউজ

চীনে ছুরি নিয়ে স্কুলে হামলা, হতাহত ৯

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ০৩ আগস্ট, ২০২২ ২২:১৯:২৭

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিয়ানসি প্রদেশের একটি কিন্ডারগার্টেন স্কুলে বুধবার ছুরি নিয়ে হামলা চালান এক ব্যক্তি। এতে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। তবে হতাহতদের বয়স বা পরিচয় ঘোষণা করা হয়নি।

এক বিবৃতিতে চীনের পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় আনফু কাউন্টিতে একটি টুপি ও মুখোশ পরা এক সন্ত্রাসী কিন্ডারগার্টেনে স্কুলটিতে প্রবেশ করে। ৪৮ বছর বয়সী এই সন্দেহভাজন হামলাকারী এখনও পলাতক রয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, “নিরাপত্তা সংস্থাগুলো সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।”

রাষ্ট্রীয় গণমাধ্যম বেইজিং ডেইলির ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ অফিসার একটি ছোট্ট শিশুকে কোলে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছেন।

চীনে সহিংস অপরাধ বিরল ঘটনা। নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার ব্যাপারেও কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেখানে ছুরিকাঘাতের ঘটনা বেড়েছে।

বিশেষত কিন্ডারগার্টেন স্কুল শিক্ষার্থীদের লক্ষ্য করে দেশব্যাপী হামলার ঘটনা ঘটছে। গত এপ্রিলে দক্ষিণ চীনের একটি কিন্ডারগার্টেনে এক ব্যক্তির ছুরিকাঘাতে দুই শিশু নিহত ও ১৬ জন আহত হয়।

গত মাসে সাংহাইয়ের একটি হাসপাতালে ছুরিকাঘাতে চারজন আহত হয়েছিল। এছাড়া গত বছরের জুন মাসে পূর্ব চীনের আনকিং শহরের এক পথচারীর ছুরিকাঘাতে ছয়জন নিহত ও ১৪ জন আহত হয়।

মন্তব্য ( ০)





  • company_logo