• খেলাধুলা

৩৭তম জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন চাটমোহরের সোয়াদ

  • খেলাধুলা
  • ৩০ জুলাই, ২০২২ ২০:০৪:৫২

ছবিঃ সিএনআই

তোফাজ্জল হোসেন,পাবনাঃ ৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শিপে খেলতে এসে চমক দেখালেন খন্দকার আব্দুস সোয়াদ। সে প্রথমবারের মতো জিতেছেন জাতীয় চ্যাম্পিয়নশিপের এককে শিরোপা।

বৃহস্পতিবার ছেলেদের এককের ফাইনালে পুলিশ দলের খন্দকার আব্দুস সোয়াদ ২১-১৫, ২১-১৩ গেমে সেনাবাহিনীর আল আমিন জুমারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। সোয়াদ এই প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলতে নেমেই করলেন বাজিমাত।

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে চমক দেখানো আবদুস সোয়াদ পাবনার চাটমোহর পৌর সদরের কাজিপাড়া মহল্লার মো. আব্দুল বারী’র ছেলে। সোয়াদের বাবা প্রবীন ফুটবল খেলোয়ার। এখনো খেলা মাঠে দেখা যায় তাকে। তিনি রেলওয়ে কর্মরত আছেন। তাঁর সন্তান সোয়াদ ব্যাডমিন্টনে সেরাটা অর্জন করায় চাটমোহরবাসী গর্বিত।

রাজধানীর শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে ফাইনালে জিতে উচ্ছ্বসিত চাটমোহরের ছেলে সোয়াত সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এককে চ্যাম্পিয়ন হয়ে অনেক ভালো লাগছে। এই চ্যাম্পিয়নশিপে ফেভারিট সালমান-গৌরবদের হারিয়ে শিরোপা জিতেছি। এই অনুভূতি অন্যরকম। তার বাবার অনুপ্রেরণায় আজ এ পর্যন্ত এসেছেন বলেও জানান সোয়াদ’।

জাতীয় ব্যাডমিন্টনে সোয়াদ এককে চ্যাম্পিয়ন হওয়ায় চাটমোহরের বিভিন্ন ব্যক্তি ও সংগঠণ অভিনন্দন জানিয়েছেন।

 

 

মন্তব্য ( ০)





  • company_logo