• প্রশাসন

হিলিতে ভারতীয় নাগরিকের কাছে ৫ লাখ টাকা জব্দ

  • প্রশাসন
  • ২৩ জুলাই, ২০২২ ২৩:৫৭:৩০

ছবিঃ সিএনআই

সালাহ উদ্দিন,দিনাজপুরঃ দিনাজপুরের  হিলি ইমিগ্রেশন চেকপোস্টে একজন় ভারতীয়  নাগরিকের কাছে বাংলাদেশী ৫ লাখ টাকা জব্দ করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।  আজ শনিবার পাসপোর্ট নিয়ে বৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেন ওই ভারতীয় নাগিরক। তবে টাকা জব্দ করা হলেও আইনগত ব্যবস্হা গ্রহন ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে।

ওই ভারতীয় পাসপোর্টধারির নাম মিঠুন সরকার। কাস্টম কর্তৃপক্ষ জানান,  আজ শনিবার বৈধপথে বাংলাদেশে ইমিগ্রেশনে প্রবেশ করেন ওই ভারতীয় নাগরিক।এসময় লাগেজ তল্লাশি শেষে কোমরে  ৫ লাখ টাকা খুজে পাওয়া গেছে। টাকা বহনের বৈধতা দেখাতে না পারায় অবৈধ উপায়ে ওই টাকা বহনের কারনে জব্দ করেছেন তারা। উদ্ধার করা মুদ্রার  মধ্যে বাংলাদেশী ১ হাজার টাকার ৩টি এবং ৫শ (নোটের)  টাকার ৪টি বাণ্ডিল ছিল। ৫ লাখ টাকা জব্দ করে ভারতীয় ওই পাসপোর্ট যাত্রিকে ছেড়ে দেয়া হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo