
ছবিঃ সিএনআই
হাবীব মিয়াজী,ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঁঞায় একজন ছেলে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একজন মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষকের নাম আবদুল জলিল (২১)। তিনি খাগড়াছড়ির গুইমারা উপজেলার ইসলামলপুর গ্রামের আবু ছায়েদের ছেলে ও দাগনভূঁঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন ভবানীপুর দক্ষিণ জাঙ্গালিয়া মঈনুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার আবাসিক শিক্ষক।
তিনি মাদ্রাসার হেফজ বিভাগের ৮ বছর বয়সী ওই ছেলে শিক্ষার্থীকে মাদ্রাসার সংলগ্ন স্টোর রুমে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে দাগনভূঁঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত-৩ ) ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। পুলিশ বুধবার রাতেই ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে।
পুলিশ,স্থানীয় শিক্ষক ও অভিভাবক সুত্র জানায়, ৮ বছর বয়সী ওই ছেলে শিক্ষার্থী মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র ছিল। গত মঙ্গলবার সন্ধ্যার ওই মাদ্রাসার আবাসিক শিক্ষক আবদুল জলিল ওই ছাত্রকে মাদ্রাসার স্টোর রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে গত বুধবার সন্ধ্যায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে দাগনভূঁঞা থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসা শিক্ষক আবদুল জলিলকে গ্রেপ্তার করে।
দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, ওই মাদ্রাসা শিক্ষক পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেন। তাকে আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে।
বিনোদন ডেস্কঃ সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলে...
নিউজ ডেস্কঃ সংকটের বিস্তীর্ণ কাঁটাবন পেরিয়ে প্রধানমন্ত্রী...
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাহায্য করতে ১৫...
সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুরঃ দিনাজপুরের বিরামপুরের পলাশব...
মন্তব্য ( ০)