• গণমাধ্যম
  • লিড নিউজ

পাইকগাছায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • গণমাধ্যম
  • লিড নিউজ
  • ১৫ জুলাই, ২০২২ ১৯:৫৬:৩১

ছবিঃ সিএনআই

শাহরিয়ার কবির,খুলনাঃ পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) এর দশম(১০ম) প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফোরামের উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মমতাজ বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউআরসি ইনস্ট্রাক্টর ইমান উদ্দীন, কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ফোরামের সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দীন সোহাগ, সহ-সভাপতি আলাউদ্দীন রাজা, বি সরকার, জিএম গফুর, সাংবাদিক প্রমুথ রঞ্জন সানা, স্নেহেন্দু বিকাশ, এম আর মন্টু, আসাদুল ইসলাম, পুর্ণচন্দ্র মন্ডল, কৃষ্ণ রায়, এইচ এম শফিউল ইসলাম, আবুল হাসেম, অমল মন্ডল, এফএম বদিউজ্জামান, মোঃ ফসিয়ার রহমান, জিয়াউদ্দীন নায়েব ,শাহরিয়ার কবির প্রমুখ।

সাংবাদিকদের স্বার্থে ২০১৩ সাল থেকে সংগঠনটি ১৪ দফা দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছে। সারাদেশে তিন শতাধিক শাখায় প্রায় ১৫ হাজার সাংবাদিক এ সংগঠনের এ আন্দোলনের সাথে কাজ করছে। এছাড়া বিএমএসএফের বৈদেশিক ৬টি শাখা এ আন্দোলনের সাথে সক্রিয় ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবিতে সংগঠনটির সদস্যরা সোচ্চার রয়েছে। এছাড়া জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতসহ গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প ঘোষনার সরকারী সিদ্ধান্ত বাস্তবায়নেও সংগঠনটি কাজ করে যাচ্ছে।সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে বিএমএসএফ কাজ বদ্ধপরিকর। এ সকল দাবিগুলো বাস্তবে রুপ দিতে সকল শ্রেনী-পেশার সাংবাদিকদের অংশগ্রহনও জরুরী বলে সংগঠনটি মনে  করে।

মন্তব্য ( ০)





  • company_logo