• আন্তর্জাতিক
  • লিড নিউজ

শ্রীলঙ্কায় বিক্ষোভে এক তরুণের মৃত্যু

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ১৪ জুলাই, ২০২২ ২১:৩৮:৪১

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) রাজধানী কলম্বোয় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

হিন্দুস্থান টাইমস জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছুড়লে ওই ব্যক্তির শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তির বয়স ২৬ বছর।

ভয়াবহ আর্থিক সংকটের কারণে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এই দ্বীপরাষ্ট্র। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বেশ চাপে রয়েছেন। বুধবার তার কার্যালয় দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা।

এদিকে গোতাবায়ার পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নাম ঘোষণা করেন স্পিকার। এই ঘোষণায় রাজধানী কলম্বোসহ দেশজুড়ে বিক্ষোভ আরও জোরালো হয়।

পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়। এ ছাড়া সারা দেশে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo