• প্রশাসন

রামগড়ে পানিশূন্য গ্রামে বিজিবির টিউবওয়েল স্থাপন

  • প্রশাসন
  • ০৬ জুলাই, ২০২২ ১৬:৪৭:৩২

ছবিঃ সিএনআই

করিম শাহ, রামগড় (খাগড়াছড়ি): খাগড়াছড়ির রামগড়ে পানিশূন্য একটি গ্রামের মানুষের পানির কষ্ট লাঘবের লক্ষে টিউবওয়েল স্থাপন করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটলিয়ন এর রামগড় জোন।

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোন কর্তৃক উপজেলার আতারামপাড়ায় স্থাপনকৃত উক্ত টিউবওয়েলটি গত ৫ জুলাই মঙ্গলবার উদ্বোধন করেছেন রামগড় জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মনিরুজ্জামান।

জানা যায়, সম্প্রতি স্থানীয় সূত্রে পানির কষ্টের কথা জানতে পেরে জেলার রামগড় উপজেলায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুস্থ্য জনসাধারনের মাঝে রামগড় জোন সদর কর্তৃক প্রদানকৃত ১ টি টিউবওয়েল আতারামপাড়া নামক ন্থানে স্থাপন করা হয়। এতেকরে ঐ এলাকার অন্তত ১৫টি পাহাড়ী ও বাঙ্গালী পরিবার উপকৃত হবেন।

পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুস্থ্য জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন (৪৩ বিজিবি) এর প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জোন উপ-অধিনায়ক।

মন্তব্য ( ০)





  • company_logo