• সমগ্র বাংলা

টাঙ্গাইলে অত্যাধুনিক বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণের ভূমি বরাদ্দ পাওয়ায় আনন্দ শোভাযাত্রা

  • সমগ্র বাংলা
  • ০৬ জুলাই, ২০২২ ১৫:৩০:২৫

ছবিঃ সিএনআই

মোঃ রাশেদ খান মেনন, টাঙ্গাইলঃ টাঙ্গাইল সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার অত্যাধুনিক বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণের ঘোষণা ও ভূমি বরাদ্দ পাওয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

৬ জুলাই বুধবার টাঙ্গাইল পৌরসভার অনুকূলে অকৃষি খাস জমির বন্দোবস্তের চিঠি হস্তান্তর উপলক্ষে এক আনন্দ উৎসবের আয়োজন করা হয়। ভূমি বরাদ্দ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাবনা বাইপাস এলাকায় নতুন টার্মিনাল নির্মাণের স্থানে আসে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন (এমপি), টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আসাদুজ্জামান স্মৃতি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান,  টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন, সহকারী কমিশনার ভূমি অতনু বড়ুয়া, বাস কোচ মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি আহসানুল হক পিটু, সাধারণ সম্পাদক বাবু চিত্তরঞ্জন দাস, পৌরসভার কাউন্সিলরগণ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ 'সহ পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মন্তব্য ( ০)





  • company_logo