
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশের অর্থনীতি আজ মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার (৫ জুলাই) রাজধানী এক হোটেলে বিজিএমইএ আয়োজিত ‘সাসটেইনেবিলিটি ভিশন-২০৩০’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, “একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য আধুনিক ও টেকসই দৃষ্টিভঙ্গির প্রয়োজন। সময়োপযোগী পরিবর্তনকে ধারণ করে বিজিএমইএ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
এ সময় তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) -এর নতুন লোগো উন্মোচন করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, “বিজিএমইএ এর ৪০ বছরের সফল পথচলার কারণেই আরএমজি সেক্টরে বাংলাদেশ সারা বিশ্বে ২য় অবস্থানে আছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির পিতার জন্মশতবর্ষ সময়কালে এ ধরনের অর্জন দেশকে গৌরবান্বিত করে।”
তিনি আর বলেন, সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে ৫২ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য রপ্তানির মাধ্যমে রপ্তানি আয়ে রেকর্ড সৃষ্টি হয়েছে, পোশাক রপ্তানি থেকে ৪২ দশমিক ৬১ বিলিয়ন ডলার আয় এই ধারাবাহিক উন্নতির সুফল বলে উল্লেখ করেন তিনি।
বিনোদন ডেস্কঃ নগ্ন ফটোশুট করার পর থেকে আলোচনা আর বিতর্ক য...
রবিউল আলম ইভান, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং ...
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল...
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বই নিয়ে ...
মন্তব্য ( ০)