• সমগ্র বাংলা

নির্বাচনী সহিংসতায় নিহত বিজিবি সদস্যের পরিবার পেল ১০ লক্ষ টাকার চেক

  • সমগ্র বাংলা
  • ০৫ জুলাই, ২০২২ ১৩:৫৩:০৯

ছবিঃ সিএনআই

মামুনার রশিদ মিঠু, নীলফামারীঃ গেল বছর নীলফামারীর গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপালনকালে সহিংসতার ঘটনায় নিহত বিজিবি সদস্য রুবেল মন্ডল ও সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় নিহত পুলিং অফিসার খাদেমুল ইসলামের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে নির্বাচন কমিশন। 

আজ মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

বিজিবি সদস্য রুবেল মন্ডলের পরিবারের পক্ষ থেকে অনুদানের চেক গ্রহণ করে তার স্ত্রী জেসমিন বেগম এবং খাদেমুল ইসলামের পরিবারের পক্ষ থেকে চেক গ্রহণ করেন তার স্ত্রী সাবিনা আক্তার।

এসময় জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন , অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদে নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রশান্ত রায়কে শপথ পাঠ করান জেলা প্রশাসক।

 

মন্তব্য ( ০)





  • company_logo