• প্রশাসন

বগুড়ায় তেলের বাজার নিয়ন্ত্রণে অভিযান:৪ প্রতিষ্ঠানে জরিমানা

  • প্রশাসন
  • ০৩ জুলাই, ২০২২ ২২:৫৯:৫৭

ছবিঃ সিএনআই

সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় তেলের বাজার নিয়ন্ত্রণে রবিবার বিকেলে শহরের রাজাবাজারে আকস্মিক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অতিরিক্ত দামে তেল বিক্রি ও ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় অভিযানে ৪টি প্রতিষ্ঠানে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯  লঙ্ঘনের অপরাধে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান চারটি তাদের মূল্যে তালিকা প্রদর্শন করতে পারেনি। পাশাপাশি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য আদায় করছিলেন তারা।

তিনি বলেন তেলসহ যেকোন পণ্যের নির্ধারিত মূল্য ব্যতিত কেউ যদি অতিরিক্ত মূল্যে ভোক্তাদের কাছে পণ্য বিক্রয় করে তা বন্ধে তাদের অভিযান চলমান থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo