• আন্তর্জাতিক
  • লিড নিউজ

দনবাস ও মাইকোলাইভের সামরিক স্থাপনায় রাশিয়ার হামলা

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ০২ জুলাই, ২০২২ ২৩:০৪:০০

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের দনবাস ও মাইকোলাইভ অঞ্চলে সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানায় আল-জাজিরা।

ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের পাঁচটি সেনা চৌকি ধ্বংস হয়ে গেছে। জাপোরিজিয়া অঞ্চলে তিনটি গুদামেও আঘাত হেনেছে রুশ বাহিনী।

রাশিয়ার বার্তা সংস্থাগুলো বলছে, রুশ বিমান বাহিনী উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভের একটি ট্র্যাক্টর কারখানায় ইউক্রেনের অস্ত্র ও সরঞ্জামের গুদামে হামলা চালিয়েছে।

এর আগে ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্রের হামলায় বহু বেসামরিক লোক নিহত ও অনেকে আহত হয়েছে বলে অভিযোগ করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার কৃষ্ণ সাগরের ওডেসা বন্দর থেকে ৫০ মাইল দক্ষিণে সের্গিয়েভকাতে একটি আবাসিক ভবন ও বিনোদন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ২১ জন নিহত ও বেশ কয়েজন আহত হয়। যদিও এ হামলার দায় অস্বীকার করেছে রাশিয়া।

এএফপি জানায় দনবাস অঞ্চলের কেন্দ্রস্থলে ও আশেপাশের কিছু এলাকা বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী দাবি করছেন শুক্রবার সেখানে ক্লাস্টার বোমা দিয়ে হামলা চালান হয়। এতে বিস্তৃত এলাকাজুড়ে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।

মন্তব্য ( ০)





  • company_logo