• আন্তর্জাতিক
  • লিড নিউজ

‘ইউক্রেনের পক্ষে যুদ্ধে নামছে’ আইএস জঙ্গিরা

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ০২ জুলাই, ২০২২ ১৩:৩৯:৫৭

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া দাবি করে আসছে, বিভিন্ন দেশ থেকে ভাড়াটে যোদ্ধা এনেছে ইউক্রেন। কিন্তু কিছু ক্ষেত্রে মস্কোর এই দাবি অস্বীকার করলেও আবার কিছু ক্ষেত্রে স্বীকার করেছে কিয়েভ। তবে কোথা থেকে কতজন বিদেশি যোদ্ধা ইউক্রেনের পক্ষে কাজ করছে, সে হিসাব নেই।

আর এবার আলোচনায় এসেছে, ইউক্রেনের পক্ষে যুদ্ধে নামতে যাচ্ছে সিরিয়ার আইএস জঙ্গিরা। তাদের ভাড়া করে নিয়ে আসছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। সূত্রের বরাতে এই দাবি করছে রুশ গণমাধ্যম স্পুতনিক।

একটি সূত্রের বরাত দিয়ে স্পুতনিক বলছে, ইউক্রেনের পক্ষে লড়াইয়ের জন্য সিরিয়ার আইএস জঙ্গিদের নিয়োগ দিচ্ছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। সিরিয়ার উত্তর-পূর্ব অংশে কুর্দিদের নিয়ন্ত্রিত কারাগার ও শিবিরে থাকা আইএস জঙ্গিদের ইউক্রেনে পাঠানোর জন্য সিআইএ কাজ করছে।

রুশ গণমাধ্যমটি আরও দাবি করে, দায়েসের ৯০ জন জঙ্গিকে আমেরিকা নিজেদের আয়ত্তে নিয়েছে। এদের মধ্যে বেশির ভাগই ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নাগরিক। এছাড়া অনেকে ইরাক, চেচনিয়া ও চীনের জিনজিয়াং অঞ্চলের নাগরিক।

স্পুতনিক বলছে, তাদের আপাতত সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি আল-তানফে জড়ো করা হচ্ছে। তারা পূর্ব ইউরোপীয় দেশগুলোতে রাশিয়ার সামরিক ইউনিটগুলোর বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছেন। এর অংশ হিসেবে তারা বর্তমানে মার্কিন ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছেন।

মন্তব্য ( ০)





  • company_logo