• খেলাধুলা

ভয়ংকর সমুদ্রযাত্রায় অসুস্থ হয়ে পড়েছেন মাহমুদউল্লাহরা

  • খেলাধুলা
  • ০১ জুলাই, ২০২২ ১৪:৫৫:৫১

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ টেস্ট সিরিজ শেষ। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার প্রস্তুতি। তার জন্য সেন্ট লুসিয়া থেকে মার্টিনেক হয়ে বাংলাদেশ দলকে যেতে হয়েছে ডমিনিকা। তবে এই যাত্রাটা মোটেও সুখকর হয়নি মাহমুদউল্লাহদের। ফেরিতে সমুদ্রপথের এই যাত্রায় রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন ক্রিকেটাররা। সমুদ্রের বড় বড় ঢেউ আর ‘মোশন সিকনেসে’ নুইয়ে পড়েছেন শরিফুল ইসলাম, নুরুল হাসানরা।

সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকা ৫ ঘণ্টার জার্নি। সমুদ্রে ফেরিতে এর আগে এত সময় কখনোই যাত্রার অভিজ্ঞতা নেই বাংলাদেশ দলের কোনো সদস্যের। শুরুতে সবাই ফুরফুরে মেজাজেই ছিলেন। কিন্তু বিপত্তি বাধে দুই দিন আগের সাইক্লোনে। যার কারণে সমুদ্রে ঢেউয়ের তোড়ও বেশি ছিল। এই ঢেউয়ের মধ্যে জার্নি আর ‘মোশন সিকনেসে’, সব মিলিয়ে বিভীষিকাময় এক অভিজ্ঞতাই হয়েছে ক্রিকেটারদের।

ফেরি সাইজ খুব বড় ছিল না। তার ওপর ৭-১০ ফুট উচ্চতার ঢেউ মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ঢেউয়ের ধাক্কায় ফেরি যেভাবে দুলছিল, তাতে দলের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। বাঁহাতি পেসার শরিফুল, উইকেটরক্ষক নুরুল হাসান, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ম্যানেজার নাফিস ইকবাল এবং সাপোর্ট স্টাফের এক সদস্য ‘মোশন সিকনেসে’ আক্রান্ত হন। তাদের কয়েকজন বমিও করেন।

তবে স্বস্তির খবর হচ্ছে এই বীভৎস যাত্রা শেষে সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকায় পৌঁছেছে দল। সেখান থেকে ম্যানেজার নাফিস ইকবাল গণমাধ্যমকে জানান, তারা এখন বিশ্রামে আছেন। এখন সবকিছু মোটামুটি স্বাভাবিক। সবাই সুস্থ আছেন। পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।

মন্তব্য ( ০)





  • company_logo