• আন্তর্জাতিক
  • লিড নিউজ

১১০ দেশে বেড়েছে করোনার প্রাদুর্ভাব

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ৩০ জুন, ২০২২ ২৩:১৮:৫৩

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাপ্তাহিক বিবৃতিতে সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেইসুস এ কথা জানান।

গেব্রেইসুস বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পর্যবেক্ষণে বিশ্বের ছয়টি অঞ্চলের মধ্যে তিনটিতে মৃত্যু বেড়েছে। করোনার রূপান্তরিত ধরন বিএ৪ ও বিএ৫ এর প্রভাবে সংক্রমণ বেড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাংবাদিকদের তিনি জোর দিয়ে বলেন বিশ্বব্যাপী সামগ্রিকভাবে করোনা পরিস্থিতি ‘অপেক্ষামূলকভাবে স্থিতিশীল’ রয়েছে। তবে কারও কোনো বিভ্রমে থাকা উচিত নয় যে মহামারি শেষ হয়ে গেছে। তিনি আরও যোগ করেন, “মহামারি পরিস্থিতির পরিবর্তন হচ্ছে তবে এটি শেষ হয়নি। আমরা আগের চাইতে উন্নতি করেছি কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। সরকার, আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি খাতের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জগুলো সমাধান করতে পারি।”

এ সময় তিনি সতর্ক করে বলেন, “আমাদের ভাইরাস শনাক্ত করার ক্ষমতা হুমকির মধ্যে রয়েছে। কারণ, করোনা পরীক্ষা ও জিনের সিকোয়েন্সিং আগের চেয়ে কমে গেছে। সব দেশের জন্য জনসংখ্যার অন্তত ৭০ শতাংশকে টিকা দেওয়া দরকার, যেখানে নিম্ন-আয়ের দেশগুলোতে গড়ে মাত্র ১৩ শতাংশে জনগণ টিকা পেয়েছে।

তবে আশার কথা হচ্ছে গত ১৮ মাসে, বিশ্বজুড়ে ১ হাজার ২০০ কোটির বেশি টিকা বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যকর্মী ও ষাটোর্ধদের ৭৫ শতাংশই টিকা পেয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মন্তব্য ( ০)





  • company_logo