• সমগ্র বাংলা
  • লিড নিউজ

দিনাজপুরে ক্রমে বাড়ছে নদ নদীর পানি, নিম্নাঞ্চল তলিয়ে যাবার আশঙ্কা

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ৩০ জুন, ২০২২ ০০:১৯:৪০

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ বৃষ্টির সাথে উজান থেকে নেমে আসা ঢলের পানি ক্রমেই বেড়েই চলেছে দিনাজপুরের  প্রায় সবগুলো নদ নদীতে । এতে দুইকূল উপচে নিম্নাঞ্চল তলিয়ে যাবার আশংকা বাড়ছে। তিনটি নদীর মধ্যে বিপদ সীমার সামান্য  নীচে বইছে আত্রাই নদীতে।

দিনাজপুরের আবহাওয়া অফিস জানায়,গেল ২৪ ঘন্টায় দিনাজপুরে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ২শর বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বৃষ্টির সাথে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির প্রবাহ বেড়ে যাওয়ায় আত্রাই নদীতে বিপদসীমা ছুঁই করছে। আত্রাই নদীর বিপদসীমা ৩৯ দশমিক ৬৫০ মিটার।  বিকালে বিপদ সীমার কাছাকাছি ৩৯ দশমিক ১২০ মিটার নীচ পানি দিয়ে প্রবাহিত হচ্ছিল। পূনর্ভবা নদীতে বিপদ সীমা ৩৩ দশমিক ৫শ মিটার। পানি বইছে ৩০ দশমিক ৭০ মিটার নীচ দিয়ে। এছাড়াও কাকড়াসহ অন্যান্য ছোট ছোট নদীতে পানি প্রবাহ বেড়ে পাড় উপচানোর মত কাছাকাছি বইছে। বৃষ্টি এবং উজানের ঢলের পানি বাড়লে যে কোন সময়ে নিম্নাঞ্চল তলিয়ে যেতে পারে।

 

মন্তব্য ( ০)





  • company_logo