• আন্তর্জাতিক
  • লিড নিউজ

কানাডায় ব্যাংকে হামলা, পুলিশসহ হতাহত ৮

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২৯ জুন, ২০২২ ২৩:৪৫:২১

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি ব্যাংকের বাইরে বন্দুকযুদ্ধে ছয় পুলিশ কর্মকর্তা আহত ও দুই সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সানিচের মন্ট্রিল ব্যাংকের বাইরে এই ঘটনা ঘটে।

সিএনএন জানায়, সকাল ১১টার দিকে দুজন সশস্ত্র ব্যক্তি ব্যাংকে ঢুকেছে বলে খবর পায় পুলিশ। এর পরপরই ঘটনাস্থলে আসেন তারা।

সানিচ পুলিশ বিভাগের প্রধান কনস্টেবল ডিন ডুথি জানান, পুলিশের সাথে গুলি বিনিময়ের সময় সন্দেহভাজনরা নিহত হয়েছেন। তবে ব্যাংকের অভ্যন্তরে কেউ আহত হয়নি।

গ্রেটার ভিক্টোরিয়া এলাকায় ২৭ বছরের চাকরিজীবনে এটিই তার দেখা সবচেয়ে ভয়াবহ হামলা বলে জানান ডুথি। তিনি বলেন, “এমন ঘটনায় কোনও বেসামরিক নাগরিক যে আহত হয়নি সেটাই আশ্চর্যজনক।”

সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, সন্দেহভাজনরা ভারী অস্ত্রে সজ্জিত ছিল। তারা শরীরে বুলেট প্রতিরোধী ভেস্ট পরা ছিল বলে ধারণা করা হচ্ছে।

সানিচ পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সন্দেহভাজনদের গাড়িতে বিস্ফোরক থাকার আশঙ্কা করা হচ্ছে। তাই ঘটনাস্থলের আশেপাশের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।

 

মন্তব্য ( ০)





  • company_logo