• সমগ্র বাংলা
  • লিড নিউজ

রামগড়ে বিজিবি'র মেডিকেল ক্যাম্প

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২৯ জুন, ২০২২ ১৬:০৪:২৮

ছবিঃ সিএনআই

করিম শাহ, রামগড় (খাগড়াছড়ি): খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের ব্যবস্থাপনায় অসহায় ও দরিদ্র রোগীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে রামগড় বিজিবির কোম্পানী সদর বিশেষ ক্যাম্পে এ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। বেলা ১১টার সময়  ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান ক্যাম্পের উদ্বোধন করেন। 

এ সময় ৪৩ বিজিবির উপ-অধিনায়ক ক্যাপ্টেন কামরুজ্জামান সহ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে সেবা দান করেন ৪৩ বিজিবি'র  বিশেষজ্ঞ ডাক্তার ক্যাপ্টেন জাদিদ আহামেদ সহ তার সহযোগীরা। 

উদ্বোধনী শেষে বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, এলাকায় চোরাচালান রোধ ও কল্যাণকর কাজে জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে এই সেবা দেয়া হচ্ছে। এ ধরনের ক্যাম্প আরো করা হবে। বাড়ির কাছে বিনামূল্যে এই সেবা পেয়ে রোগীরা খুব খুশি।

মন্তব্য ( ০)





  • company_logo