• জাতীয়

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬৬ জন করোনা আক্রান্ত

  • জাতীয়
  • ২৭ জুন, ২০২২ ১০:২৫:২৩

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বন্দরনগরী চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক শূন্য ৪ শতাংশ। তবে এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি।

সোমবার (২৭ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে ৯৩৭টি নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৪ জন নগরীর বাসিন্দা। বাকিদের মধ্যে লোহাগাড়ায় ১, বাঁশখালীতে ১, আনোয়ারায় ১, পটিয়ায় ৫, বোয়ালখালীতে ১, রাউজানে ২ ও ফটিকছড়িতে একজন করোনা আক্রান্ত হয়েছেন।

এর আগে, রোববার (২৬ জুন) চট্টগ্রামে ৩৩ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ১২ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৪৪৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য ( ০)





  • company_logo