• জাতীয়
  • লিড নিউজ

ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • জাতীয়
  • লিড নিউজ
  • ২৪ জুন, ২০২২ ১৫:২২:৫১

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সকাল থেকে একযোগে গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন কোম্পানির বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি হয়।  

টিকিট কাউন্টার ঘুরে দেখা যায়, প্রথম দিন হওয়ায় অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীদের তেমন ভিড় ছিল না। ফলে যাত্রীরা কোন প্রকার ঝামেলা ছাড়াই স্বস্তিতে টিকিট কাটতে পারছেন। তবে পূর্বঘোষণা থাকলেও অনেক যাত্রী অভিযোগ করছেন আজ অগ্রিম টিকিট দেওয়া হবে সেটি তারা জানতেন না। তা ছাড়া চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়ারও অভিযোগ ছিল যাত্রীদের।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের আগে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। এবার কোরবানির ঈদে গরুর ট্রাক আসবে, আবার যাত্রী নিয়ে বাসও যাবে সে ক্ষেত্রে যানজট হওয়ার সম্ভাবনা আরও বেশি। ফলে স্বাভাবিক রুটিন অনুযায়ী গাড়ি চলবে। বিশেষ কোনো ট্রিপ চালানোর ব্যাপারে এখনো সিন্ধান্ত হয়নি। পরিস্থিতি ও চাহিদা বিবেচনা করে বাড়তি ট্রিপের সিদ্ধান্ত নেওয়া হবে। 

 

মন্তব্য ( ০)





  • company_logo