
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে একটি হাতির দাঁত উদ্ধারসহ বন্যপ্রাণীর দাঁত ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৩ জুন) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি চান্দগাঁও থানার টেকবাজার রেলক্রসিং এলাকার একটি ভবনে একটি চক্র অবৈধভাবে বন্যপ্রাণী হাতির দাঁত নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুন) রাতে অভিযান পরিচালনা করে মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও মো. শহিদুল আলমকে (৪০) আটক করা হয়। পরে আসামিদের হেফাজতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৩ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি হাতির দাঁত জব্দ করা হয়। জব্দ করা হাতির দাঁতের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা বলেও জানিয়েছেন তিনি।
র্যাবের এই কর্মকর্তা বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বন্যপ্রাণী হাতির দাঁত কেনাবেচা চক্রের সক্রিয় সদস্য। আসামিরা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী হাতির দাঁত অনুমতি ছাড়া অবৈধভাবে নিজদের কাছে রেখে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্রয়-বিক্রয় করে আসছিল।
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার জমাদারডাঙ্গী ...
কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফে র্যাব-১৫'র অ...
জামালপুর প্রতিনিধি: একটি সেতু করে দেবেন বলে ৫১ বছর ধরে প্...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ আগ্নেয়াস্ত্...
মন্তব্য ( ০)