• অপরাধ ও দুর্নীতি

গোপালপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক 

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৩ জুন, ২০২২ ১২:৩৪:১৩

ছবিঃ সিএনআই

মো. নুর আলম,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ  টাঙ্গাইলের গোপালপুরে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হেরোইন বিক্রি করার অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে আলমনগর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন -আলমনগর বোর্ড বাজার এলাকার মৃত আলী শেখের ছেলে হেলাল মিয়া (৩২) ও বীর নলহরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল ইসলাম (২৮)। 

থানার উপ-পরিদর্শক (এসআই) জায়েদ আব্দুল্লাহ বিন ছারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আলমনগর ইউনিয়ন পরিষদ ভবনের দক্ষিণ পাশে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ২০হাজার টাকা মূল্যের ২গ্রাম হেরোইনসহ একজনকে ও ১০হাজার টাকা মূল্যের এক গ্রাম হেরোইনসহ অপর মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় উদ্ধারকৃত হেরোইন জব্দ করা হয়। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  ধৃত আসামীরা দীর্ঘদিন ধরে  মাদক দ্রব্য হেরোইনের ব্যবসা করে আসছে। ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।

 

 

মন্তব্য ( ০)





  • company_logo