
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ “মাসুদের সঙ্গে দেখা হলেই প্রায় আমি বলি, ‘মাসুদ তুমি ভালো হয়ে যাও’, কিন্তু সে এখনও পুরোপুরি ভালো হয়নি। মাসুদ দীর্ঘদিন বিআরটিএ’তে আছে। ব্যবহার ভালো, মধুর মতো। কিন্তু যা করার একটু ভেতরে ভেতরে করে।” ২০১৭ সালে সেবাগ্রহীতাদের অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন বিআরটিএ মিরপুরের উপ-পরিচালক মাসুদ আলমকে কথাগুলো বলেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর থেকে সোস্যাল মিডিয়ায় ভাইরাল তিনি। এবার সেই ‘ভাইরাল মাসুদ’ পদোন্নতি পেয়ে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক হিসেবে যোগদান করেছেন।
মঙ্গলবার (২১ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে বিআরটিএ -এর যুগ্ম সচিব এ টি এম কামরুল ইসলাম তালুকদার বলেন, “মাসুদ দক্ষতা ও যত্নের সঙ্গে দায়িত্ব পালন করায় সরকার সন্তুষ্ট হয়ে তাকে পদোন্নতি দিয়েছে।”
বিআরটিএ খুলনা রেঞ্জের সহকারী পরিচালক প্রকৌশলী এ এস এম কামরুল হাসানও মাসুদের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজ ডেস্কঃ আগামী ২৪ ঘণ্টায় যমুনা-ব্রহ্মপুত্রের পানি বাড়ত...
নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়...
আন্তর্জাতিক ডেস্কঃ ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদা...
আন্তর্জাতিক ডেস্কঃ সুদানে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষ...
মন্তব্য ( ০)